Uncategorized

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৯:১৫:০৮ প্রিন্ট সংস্করণ

প্রেস বিজ্ঞপ্তিঃ



শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেনসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করায় উদ্বেগ প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সকল সদস্যদের পক্ষে প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সহ-সাধরণ সম্পাদক মো. মিজানুর রহমান এক বিবৃতিতে মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ‘প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে তার কোন সত্যতা নেই।

আমরা মনে করি প্রতিহিংসামূলকভাবে মামলাটি দায়ের করা হয়েছে।

যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পাশাপাশি ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত হয়রানিমূলক এই মামলা অনতিবলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাই।

একই সাথে মিথ্যা অভিযোগে মামলা করায় অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

বুধবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর পাঠাগার সম্পাদক মো. রুবেল খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও খবর

Sponsered content