Uncategorized

বাবুগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় ধোলাই খেলেন সমালোচিত আতিক !

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০১৯ , ১:৩৪:২৬ প্রিন্ট সংস্করণ

বরিশাল অফিস :-

বাবুগঞ্জে সেই সমালোচিত কতিথ বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক পাওনা টাকা না দেওয়ায় ধোলাই খেয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধা রাতে বরিশাল বিমান বন্দরে চলমান কাজের সাইডে এই ঘটনা ঘটে। জানা যায়, যুবমৈত্রীর কেন্দ্রীয় নেতা শাহিন হোসেন এয়ারপোর্টে বালু সাপ্লাইয়ের ১১ লক্ষ ৫০ হাজার টাকা পায় আতিক কনসট্রাকশনের স্বত্বাধীকারি আতিকুর রহমান আতিকের কাছে। গত ২ বছর যাবৎ টাকা চাইতে গেলে বিভিন্ন তালবাহানা করতে থাকে তিনি। বিষয়টি তার পরিবারের মধ্যে জানানো হলে তারা এর সুরাহা করার আশ্বাস দিলেও দীর্ঘদিন পর্যন্ত পাওনা টাকা পরিশোধ করেননি। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে এয়ারপোর্ট মোড়ে দেখা হলে শাহিন হোসেনকে টাকা নিতে সন্ধায় এয়ারপোর্ট রানওয়েতে আসতে বলে আতিক। শাহিন হোসেন ও ব্যবসায়িক পার্টনার কামাল পারভেজ তার ভাষ্যমতে সেখানে টাকার জন্য গেলে তাদের মেরে ফেলার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। তখন সে টাকা দিতে অপারগতা জানিয়ে যা করতে পারো কর বলে হুমকি প্রদান করে। শাহিন হোসেনকে মারার জন্য আতিক ও তার সাথে থাকা অজ্ঞাত সন্ত্রীরা অতর্কিত হামলা চালায়। এ সময় শাহিন হোসেন নিজেকে বাঁচানোর জন্য আতিকের উপর চড়াও হয়। একপর্যায়ে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে শাহিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আতিকের কাছে টাকা চাইতে গেলে অহেতুক গালাগালি করে চাঁদাবাজ বলে পরিস্থিতি নিজের অনুকুলে নিতে চাইলে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি এখন টপ অব দ্যা উপজেলায় পরিণত হয়েছে। এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য আতিকুর রহমান আতিক বহু বির্তকের জন্ম দিয়েছেন। বিএনপির শাসনামলে নিজেকে প্রচারে সামনে আনার জন্য ছোট্টদের জিয়াউর রহমান বই লিখে পুরস্কৃত হন। তারপরে মুখোশ পাল্টিয়ে যুবমৈত্রীর নেতৃত্বে আসেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাকে বহিস্কার করা হয়। একাদশ সংসদ নির্বাচনকালীন ভোট ডাকাতির পায়তারা করতে গিয়ে বাহেরচরে জনগণের হাতে ধোলাই খেয়েছেন।
বর্তমানে সে বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদকের পরিচয় ঝুলিয়ে আওয়ামী রাজনীতিতে প্রবেশের পাঁয়তারা করছে।

আরও খবর

Sponsered content