Uncategorized

মহিপুর থানা পুলিশের অভিযানে ৩ মন জাটকা ইলিশ জব্দ

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ১১:২৯:০৭ প্রিন্ট সংস্করণ

ইলিয়াস শেখ কুয়াকাটা :-

পটুয়াখালীর মহিপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন স্থান থেকে ৩ মন পরিত্যক্ত জাটকা ইলিশ জব্দ করেছে মহিপুর থানা পুলিশ।
আনুমানিক রাত ৯ টার সময় মহিপুর থানার এস,আই, আসাদুজ্জামান (জুয়েল) ও এস, আই মোঃ মনির এর নেতৃত্বে মহিপুর নির্মানধীন বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত অবস্থায় ০৩ মন জাটকা ইলিশ জব্দ করা হয়।পরবর্তিতে কালাপাড়া উপজেলা সিনিয়ার মৎস কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের উপস্থিতে জব্দকৃত জাটকা ইলিশ মহিপুরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করে দেওয়া হয়।

মহিপুর থানার এস,আই মোঃ আসাদুজ্জামান জুয়েল জানায়, গোপন তথ্য সূত্রে জানতে পারি জব্দকৃত স্থানে জাটকা ক্রয় বিক্রয় হচ্ছে,উক্ত তথ্যসূত্রে মহিপুর থানার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নির্দেশে এই অভিজান পরিচলনা করা হয়।এই অভিজানে কাউকে গ্রেফতার করা হয়েছ কিনা জানতে চাইলে,এস,আই,মোঃ আসাদুজ্জামান বলেন,আমাদের উপস্থিত টের পেয়ে জাটকা ইলিশ রেখে অপরাধী পালিয়ে যায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, ইলিশ আমাদের জাতিয় সম্পদ,এই সম্পদ রাক্ষা স্বার্থে আগামীতেও জাটকা ইলিশ মাছ ধরা নিধনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content