Uncategorized

রাজাপুরে জাতীয় শোক দিবস পালিত

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০১৯ , ৩:১৪:৫৩ প্রিন্ট সংস্করণ

রাজাপুরে জাতীয় শোক দিবস পালিত

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বৃহস্পতিবার দিন ব্যাপী যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালিত হয় এ জাতীয় শোক দিবস। ব্যাপক এ কর্মসূচির অংশ হিসাবে সকাল ৯ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্নে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করেন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে উপজেলা অডিটরিয়ামে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

এদিকে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি উপজেলার বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজ, রাজাপুর সরকারি ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়।

আরও খবর

Sponsered content