দেশজুড়ে

২য় ধাপে টাঙ্গাইলে ৩২৭ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর

  প্রতিনিধি ২০ জুন ২০২১ , ১১:২৩:৪৯ প্রিন্ট সংস্করণ

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:: মুজিব বর্ষে ২য় ধাপে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ২০০ টি ও ধনবাড়ী উপজেলার ১২৭ টি ভূমি ও গৃহহীন পরিবার সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কবুলিয়ত দলিলসহ নব-নির্মিত বাসগৃহ পেয়েছেন।

গতকাল রোববার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান হাফিজুর রহমান, ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস খন্দকার চেয়ারম্যান জেবউন্নাহার লিনা বকল, ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন প্রমূখ।

এ সময় উপজেলার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, টাঙ্গাইলের মধুপুর উপজেলার ২০০ টি ভূমি ও গৃহহীন পরিবার সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কবুলিয়ত দলিলসহ নব-নির্মিত বাসগৃহ পেয়েছেন।

গতকাল রোববার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এম করিম, মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, মহিলা ভাইস যষ্ঠিনা নকরেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমূখ।

এ সময় উপজেলার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content