Uncategorized

ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে বরিশালের সন্তান জুয়েল এগিয়ে

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০১৯ , ৩:৩৭:১৯ প্রিন্ট সংস্করণ

ঢাকা অফিস :-
বরিশালের কৃতি সন্তান সাঈফ মাহমুদ জুয়েল জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদে এগিয়ে। দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলরদের সরাসরি ভোটে বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল আগামী ১৪ সেপ্টেম্বর। এদিন ১১৭ সাংগঠনিক ইউনিটের ৫২০ জন ভোটার ভোট দিয়ে নির্বাচন করবেন ছাত্রদলের আগামীর নেতৃত্ব। ইতি মধ্যেই প্রধান দুটি পদে ২৭ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা দেয়া হয়েছে। প্রার্থীরা প্রচারণাও চালাচ্ছেন জোরেশোরে। তৃণমূলের দীর্ঘদিনের দাবি ছিল ত্যাগী নেতাদের মূল্যায়ন করার। অবশেষে সেই মূল্যায়নের চাবিকাঠি এবার তৃণমূলের হাতেই দিল বিএনপি। ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারবেন তাই খুশি তৃণমূল নেতারাও। কাউন্সিলরদের দুইজন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহাম্মেদ ও সাধারন সম্পাদক মমিনুর রহমান বাবু বলেন, দীর্ঘদিন পর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আশাকরি এ কাউন্সিলের মাধ্যমে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকা ত্যাগী নেতৃত্ব বাছাই করতে সমর্থ হব। যারা খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করে তুলবে। সাধারন সম্পাদক পদের লড়াইয়ে যারা এগিয়ে আছেন তাদের একজন সাঈফ মাহমুদ জুয়েল । তৃণমূল থেকে বেড়ে ওঠা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল যৌক্তিক আন্দোলনের সাথে নিজেকে নিয়োজিত রাখায় সারা বাংলাদেশের তৃনমূলের নেতারা আগামী ১৪ তারিখ ব্যালটের মাধ্যমে জানান দিবে। বরিশাল সহ সারা বাংলাদেশ উজ্জীবিত হবে আগামীর এই নেতৃত্বে।

আরও খবর

Sponsered content