গোপন সংবাদের ভিত্তিতে ০২ ফেব্রুয়ারী গোয়েন্দা শাখা, বিএমপি বরিশালের পুলিশ পরিদর্শক মোঃ ফিরোজ এর নেতৃত্বে, এসআই (নিরস্ত্র) সৈয়দ খায়রুল আলম ও সঙ্গীয় অফিসারবৃন্দ নগরীর বিভিন্ন পয়েন্টে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৯নং ওয়ার্ডের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনায়, আল-কায়েদ রেস্তোরা থেকে ৩০০ (তিনশত) পিস ইয়াবা সহ ঝালকাঠি জেলার কুলকাঠি পাওতার করিম হাওলাদারের ছেলে মোঃ সবুজ হাওলাদার (৩৫) ও একই জেলার আমুয়া ছোনাউঠা’র আয়ুব আলী হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম (২৪) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি সবুজ হাওলাদারের তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানাধীন চরবাড়ীয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ড চরবাড়ীয়া বড় হাওলাদার বাড়ীর শামীম হাওলাদারের গৃহে তল্লাশী অভিযান পরিচালনা করে আরও ৪০ (চল্লিশ) পিস ইয়াবা উদ্ধার করেন। আসামী সবুজ তার ভগ্নিপতি মোঃ শামীম হাওলাদারের বাড়ীতে বেড়াতে এসে শয়ন কক্ষে খাটের তোষকের নীচে ইয়াবা ট্যাবলেট রেখেছিল ।
মাদক ব্যাবসায়ী সবুজ এর বিরুদ্ধে এর আগেও ৫০০ (পাঁচশত) শত পিস ইয়াবার মামলা রয়েছে।
এ-সংক্রান্ত ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।