দেশজুড়ে

আঘাত নিয়ে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ইরাবতী ডলফিন

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ১০:২৫:৫৮ প্রিন্ট সংস্করণ

মোঃ ইলিয়াস শেখ, কুয়াকাটা : লেজ ও মুখে আঘাত নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত্যু ইরাবতী ডলফিন। যার লেজে হালকা আঘাত ও মুখে রক্তের দাগ দেখা গিয়েছে, তবে এটার মারা গেছে মাত্র কয়েকঘন্টা হবে বলে ধারনা করেছে স্থানীয় জেলেরা।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা সৈকতের ট্যুর গাইড মোবারক হোসাইন। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়া হয়।

মোবারক ও স্থানীয় জেলেদের সাথে কথা বলে জানা যায়, সকালে সৈকতে জোয়ারে সাথে ভাসতে ভাসতে এটা সৈকতে এসেছে তবে এটা বেশ কয়েকঘন্টা আগে মারা গেছে বলে মনে হয় কারন এটার আকৃতির কোনো পরিবর্তন নেই মনে হচ্ছে জীবিত।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই ডলফিনটি বাচ্চা জাতের ইরাবতী ডলফিন, ইরাবতী ডলফিনের বাচ্চা ও বয়স্কদের মধ্যে একটু পরিবর্তন থাকে। এর আগে গত বছরে কিছু মৃত্যু বয়স্ক ইরাবতী ডলফিন ভেসে আসছিল আজকে আবার রক্তাক্ত অবস্থায় মৃত্যু বাচ্চা ইরাবতী ডলফিন ভেসে আসলো।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে আমাদের সদস্যরা ওখানে পৌঁছে ডলফিনটিকে মাটি চাপা দিয়ে আসে। গত কালকে একই স্থানে একটি মৃত কচ্ছপ ভেসে আসে আজকে আসলো মৃত ডলফিন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন, আবার লক্ষ্য করলাম ইরাবতী মৃত্যু ডলফিনটির লেজ ও মুখে আঘাতের চিহ্ন, ধারণা করতে পারি জেলেদের কারণে মারা গেছে ডলফিন ।

পটুয়াখালী জেলা বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বেশ কয়েকদিন যাবৎ কুয়াকাটা সৈকতে মৃত্যু ডলফিন, কচ্ছপগুলো বেশী পরিমাণ ভেসে আসছে। এটা নিয়ে আমরা বনবিভাগের উর্ধতন কতৃপক্ষের কাছে চিঠি লিখছি। তবে প্রাথমিক ধারনা এগুলো সামুদ্রিক ভারসাম্য নষ্ট হওয়ার কারনে মারা যাচ্ছে।

আরও খবর

Sponsered content