Uncategorized

কর্নকাঠীতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রবিন খানের সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত – ১

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২০ , ১১:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক :-  বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কর্নকাঠী চৌমাথা বাজার ও তালুকদার মার্কেট এর মাঝামাঝি এলাকায় গত ১৪-১২-২০২০ ইংরেজি তারিখে বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকার সময় পোলেরহাটের খলিল খান এর পুত্র বহিষ্কার কৃত ছাত্রলীগের নেতা রবিন খান, মেম্বার পদপ্রার্থী সিরাজ সর্দারের পুত্র রাকিব সরদার, মোঃ ইমন, মোঃ রাসেল, প্রিন্স, নাজমুল, রাজিবুল, এনামুল সহ সাঙ্গোপাঙ্গ সন্ত্রাসী বাহিনী মিলে, ঐ এলাকারই সালমান হোসেন ও সানির উপর সন্ত্রাসী হামলা চালায়, রামদা, রড, লাঠী দীয়ে,। এসময় সালমানের ব্যবহারিত মোটরসাইকেল ভাঙচুর করে, সালমানের হাতে থাকা স্বর্ণের আংটি বুকপকেটে থাকা নগদ ২৫০০ টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায় এবং রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে যায় সালমানকে।রবিন ইমন রাকিব বাহিনীরা ঘটনাস্থল ত্যাগ করে, এবং এলাকাবাসীকে হুমকি প্রদান করেন,এবং কেউ যদি এই ঘটনা নিয়ে মুখ খোলে তাহলে তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসী বাহিনীরা। এসময় সালমানের ডাকচিৎকার আহাজারি শুনে কর্নকাঠী তালুকদার মার্কেটের লোকজন ও কর্নকাঠীএলাকাবাসী সাথে সালমানের আত্মীয়-স্বজনরা ঘটনায় স্থানে আসেন এবং ঘটনাস্থল থেকে সালমানকে উদ্ধার করে শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে জান । বর্তমানে চিকিৎসাধীন আছেন,। আহত সালমানের মামা জামাল হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটী মামলা দায়ের করেন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ জানান তদন্ত সহকারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content