Uncategorized

কুয়াকাটায় ফটোগ্রাফারদের মানবেতর জীবন যাপন

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ২:২৪:২৪ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক কলাপাড়া॥

পটুয়াখালীর কুয়াকাটায় করোনা ভাইরাসের প্রার্দুভাবে বন্ধ হয়ে গেছে শতাধিক ফটোগ্রাফারদের আয় রোজগার। এখন পর্যন্ত এসব ফটোগ্রাফারদের সহেযোগিতার হাত বাড়ায়নি কেউ। ফলে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে এসব ফটোগ্রাফারদের পরিবারের সদস্যরা।

 

জানা যায়, কুয়াকাটায় প্রায় একশ’ ৩০ জন ফটোগ্রাফার রয়েছে। এসব ফটোগ্রাফাররা পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে গত ১৮ মার্চ কুয়াকাটায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারির পর কর্মহীন হয়ে পড়ে এসব ফটোগ্রাফাররা। ফলে বন্ধ হয়ে যায় এসব ফটোগ্রাফারদের আয় রোজগার।

 

দীর্ঘদিন করোনা ভাইরাসের প্রকোপ বিচারমান থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এসব ফটোগ্রাফারদের খবর নেয়নি কেউ। সহযোগিতার হাত বাড়ায়নি কোন সংস্থা। অনেক ফটোগ্রাফার আছে যারা অন্য উপজেলা থেকে এখানে এসে ছবি তোলার কাজ জীবিকা নির্বাহ করছেন। বিশেষ করে তারা পড়েছেন চরম খাদ্য সংকটে। এছাড়া স্থানীয় ফটোগ্রাফাররা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এসব ফটোগ্রাফারদের সহায়তায় এগিয়ে আসবেন বিত্তবানরা এমটাই আশা করেছেন পর্যটন সংশ্লিষ্টরা।

 

কুয়াকাটা ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তৌয়ব জানান, বিশেষ করা অন্য উপজেলা থেকে ছবি তোলার কাজ করতে আসা অনেক ফটোগ্রাফার খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছে কারো কাছে যেতে, না পারছে সহযোগিতার জন্য হাত পাততে।

 

কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা জানান, পৌর শহরের সবারই তালিকা তৈরী করা হচ্ছে। সবাই সহযোগিতা পাবে।

 

 

আরও খবর

Sponsered content