Uncategorized

দুর্ভোগের অপর নামই যেন লামচরী গ্রাম

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২০ , ৩:২৯:৩১ প্রিন্ট সংস্করণ

দুর্ভোগের অপর নামই যেন লামচরী গ্রাম। কখনো নদী ভাঙ্গল কখনো জোয়ারের পানি দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েকগুন। নদী বেষ্টিত বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের লামচরী গ্রাম থেকে বরিশাল শহরে যাতায়াত একটি মাত্র সড়ক।

এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় ১০ হাজার মানুষ।
তালতলী থেকে লামচরী বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের ৪ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী। সামান্য বৃষ্টি বা জোয়ারের পানিতে ডুবে যায় সড়কের অধিকাংশ স্থান। গত ৭ আগস্ট পূর্নিমার জোয়ারের পানিতে সড়কটি ভেঙে যায়।

বাধ্য হয়ে ট্রলারে যাতায়াত করে লামচরী গ্রামের বাসিন্দারা। এমতাবস্থায় লামচরী গ্রামে অবস্থিত ২ ইট বাটার মালিকদের সহযোগিতায় এলাকাবাসী সড়কটি চলাচলের জন্য মেরামত করে।
কিন্তু গতকাল আবার জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায় সড়কটি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান বলেন, আসলে তাৎক্ষণিকভাবে কিছু করার নেই। উপজেলা প্রকৌশলীকে বলেছি উনি অন দ্যা স্পটে গিয়েছিল।

তারা অলরেডি একটা প্রকল্প দিয়েছে ওটা পাশ হলেই কাজ শুরু হয়ে যাবে।
উল্লেখ্য এ এলাকার কদমতলা, পোটকার চর, উত্তর লামচরী, দক্ষিন লামচরীসহ পাঁচটি গ্রামে অন্তত ৭ যায়গায় রাস্তা বিচ্ছিন্ন হয়ে আছে।

আরও খবর

Sponsered content