Uncategorized

নথুল্লাবাদে কিশোর হৃদয়কে অমানবিক নির্যাতন !

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২০ , ৮:১৪:১৩ প্রিন্ট সংস্করণ

{"subsource":"done_button","uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571667740062","source":"other","origin":"gallery","source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1606766808435"}

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে দুই কেজি মুরগীর ওজনে ২০০ গ্রাম কম দেয়ার অভিযোগ এনে এক কিশোরকে অমানবকি নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে,রবিবার (২৯ নভেম্বর) রাত সোয়া নয়টার সময় নগরীর নথুল্লাবাদ বাজারের মায়ের দোয়া পোল্ট্রি দোকানে। এসময় দোকান মালিক ও ক্রেতা মিলে ১৯/২১জন মানুষের সামনে কর্মচারি হৃদয়(১৫)কে দিয়ে মুরগীর নাড়িভুড়িতে কামড় দিতে বলেন। হৃদয় কামড় দিতে না চাইলেও তাকে জোরপূর্বক মুরগীর নাড়িভুড়িতে কামড় দেওয়ান। বিষয়টি নিয়ে নথুল্লাবাদ বাজারের ব্যসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, কাশিপুর শাহাপরান সড়ক এলাকার ইমরান সিকদার দুইটি মুরগী ক্রয় করতে আসেন। এসময় একটি মুরগী ডিজিটাল পরিমাপ (বাটখারা) করেন হৃদয়।পরে পাশে এক টুকরা পাথর দেখতে পান ইমরান। এসময় হৃদয়কে জিগেস করা হলে তিনি বলেন ভাই ভুলে রয়ে গেছে। হৃদয়তে আবারো মুরগী পরিমাপ করতে চাইলে ইমরান বাধা দেন এবং বিচার করে পরিমাপের কথা বলেন। মায়ের দোয়া পোল্ট্রি দোকান মালিক জসিম ঘটনা স্থানে এসে সব কথা শুনে ক্রেতা ইমরান সিকদারের কাছে নিজেই বিচার দেন। ইমরানের দাবী কর্মচারি হৃদয়কে মুরগীর নাড়িভুড়িতে একবার কামড় দিতে হবে । ক্রেতা ইমরান সিকদারের কথা অনুযায়ী পোল্ট্রি দোকানারে মালিক জসিম হৃদয়কে দিয়ে মুরগীর নাড়িভুড়িতে কামর দেওয়ান। হৃদয় নগরীর জিয়া সড়ক এলাকার কাজীপাড়া প্রথম গলির জুয়েল’র ছেলে। সে দুই মাস যাবত ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করে ।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই ,যেহেতু আপনার মাধ্যেমে শুনছি এখনি খোঁজ নিচ্ছি। পাশাপাশি কেউ এখনো অভিযোগ দেয়নি ,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এবিষয় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানি লাভু বলেন,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।

আরও খবর

Sponsered content