Uncategorized

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০১৯ , ২:০৩:০২ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকার বন্ধ করে উপকূলে ফেরার পথে ট্রলার থেকে সাগরে পড়ে বেল্লাল হোসেন(৪০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার ভোর রাতে পটুয়াখালীর কুয়াকাটার ঝাউ বাগান সংলগ্ন বঙ্গোপসাগরে এফ বি মা কুলসুম ট্রলার থেকে সে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ভারসাম্য হারিয়ে সাগরে পড়ে যায় বেল্লাল।
মা কুলসুম ট্রলারের মাঝি মো. হারুন জানান, ট্রলারে ১৫ জন জেলে ছিলো। জেলে বেল্লাল ট্রলারের পিছনে দাড়ানো ছিলো। ভোর রাতে হঠাৎ ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে নিয়ন্ত্রন হারিয়ে বেল্লাল সাগরে পড়ে মূহুর্তের মধ্যে ভেসে যায়। তাৎক্ষণিক তারা চেষ্টা করেও বেল্লালকে উদ্ধার করতে পারেন নি। কলাপাড়ার আলীপুরের মো. কালামের ট্রলারটি গত মঙ্গলবার মাছ শিকারের জন্য সাগরে যাত্রা করে।
মহিপুর থানার ওসি মো. সোহেল আহমেদ মুঠো ফোনে জানান, ট্রলার থেকে এক জেলে সাগরে পড়ে যাওয়ার খবর তিঁনি পেয়েছেন। সাগর উত্তাল থাকায় এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content