দেশজুড়ে

বরিশালসহ এখন পর্যন্ত ১৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্কতা

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৬:৫৫:২০ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক ॥ এখন পর্যন্ত দেশের ওপর সক্রিয়ভাবে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। যার ফলে প্রায় প্রতিদিনই দেশের সব বিভাগেরই কোথাও না কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। আজও দেশের প্রায় অর্ধেক অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। এছাড়াও দেশের ১৯টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলগুলোকেও ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

 

 

আজ সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।

 

 

ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা,নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/

 

দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content