Uncategorized

বরিশালে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সজলসহ আটক-৬

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২১ , ৮:১১:১৭ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ দীর্ঘদিন যাবৎ ধরা ছোঁয়ার বাহিরে থাকা নগরীর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সজল বিশ্বাসকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিবাগত রাত সাড়ে ৪টায় বিসিসি ১১নং ওয়ার্ড দক্ষিন আলেকান্দা আলতাফ স্কুল সড়কের শহীদ মৃধা বাড়ি থেকে তাদের কে আটক করা হয়। ডিবি পুলিশের এস আই মোঃ মোস্তাফিজুর রহমানসহ ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন তারা। এই চক্রটি নগরীর বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রিতে নেতৃত্ব দিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সজল বিশ্বাস ও তার সহযোগীদের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, সজল বিশ্বাস নগরীর চৌমাথা এলাকায় একটি মটরসাইকেল সার্ভিসং এর আড়ালে মাদকব্যবসা পরিচালনা করে আসছিলো। বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় রয়েছে তার জোন ভিত্তিক মাদকদ্রব্য বিক্রি কাজে নিয়োজিত এজেন্ট। আটককৃতরা হলে নগরীর টিয়াখালী ২৬নং ওয়ার্ডের উত্তম বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস, ঝালকাঠি শেখের হাটের বিমল দেবনাথ’র ছেলে কমলেস দেবনাথ, ঝালকাঠি জগদ্বীশপুরের রবিন্দ্রনাথ ঘরামীর ছেলে রুবেল ঘরামী, বিসিসি ২৪নং ওয়ার্ডের পূর্ব রুপাতলী এলাকার সৈয়দ সুলতান আহম্মেদের ছেলে আব্দুল্লাহ হিল রাশেদ, মাদারীপুরের ডাসার ইউনিয়নের দীলিপ কুমার নাথের ছেলে অনিক নাথ, বিসিসি ২নং ওয়ার্ড কাউনিয়া বিসিক এলাকার মিজানুর রহমান হাওলাদের ছেলে মেহেদী হাসান রাব্বি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

আরও খবর

Sponsered content