Uncategorized

বরিশালে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম, অভিযোগ দায়ের

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ১০:৩৩:৫৪ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ
পুর্ব-শত্রুতার জের ধরে বরিশালে যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।গত ২৪ তারিখ বিকেল সাড়ে ৫ টার দিকে বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড রুপাতলী উকিল বাড়ি সড়ক এলাকায় বায়তুল আমান জামে মসজিদ সড়ক ‘পারভেজ স্টোর’ নামের মুদি দোকানের সম্মুখে ঘটনাটি ঘটে। আহতরা হলো, দুলাল জোম্মাদ্দার ( ৫৫) ও মোঃ রাজু জোমাদ্দার(২২)। আহত রাজু নিউ রুপালী ট্রান্সপোর্ট অফিসে চাকুরী করে। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় আহত রাজু জোমাদ্দারের মেঝ ভাই সজিব জোমাদ্দার একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, বরিশাল নগরীর রুপাতলী ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল জোম্মাদ্দারের বড় ছেলে আরিফকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায় ২৪ নং ওয়ার্ডে লালাদিঘীর পাড় এলাকার বাসিন্দা ছত্তারের ছেলে আব্দুল্লাহ(২২)। পুর্ব শত্রুতার জেরে মামলার পাশাপাশি আব্দুল্লাহ বিভিন্ন সময় আরিফের পরিবারের সদস্যদের বিভিন্ন ভয়ভীতি ,খুন জখমের হুমকি প্রদান করতো। এর-ই ধারাবাহিকতায় গত ২৪ তারিখ বিকেল সাড়ে ৫ টার দিকে রুপাতলী উকিল বাড়ি সড়ক এলাকায় কাঠালতলা বায়তুল আমান জামে মসজিদ সড়ক ‘পারভেজ স্টোর’ নামের মুদি দোকানের সম্মুখে আব্দুল্লাহ(২২) পুর্ব-পরিকল্পিতভাবে সহযোগী অজ্ঞাত ৩/৪ জন উপস্থিত হয়ে লোহার রড, লাঠি নিয়ে আরিফের পরিবারের উপর হামলার পরিকল্পনা করে ও আরিফের বাবা দুলাল জোমাদ্দারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পাশাপাশি কারাভোগকারী আরিফ জামিন পেলেই তাকে খুন করবে বলে হুমকি প্রদান করে। এদিকে আরিফের বাবা দুলাল জোমাদ্দার অকথ্য গালিগালাজের প্রতিবাদ করলে সন্ত্রাসী আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে দুলাল জোমাদ্দারকে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে । দুলালের ডাক-চিৎকারে তাকে উদ্ধারে ছোট ছেলে রাজু জোমাদ্দার(২২) এগিয়ে আসলে রাজুকে সন্ত্রাসী আব্দুল্লাহ ও তার সহযোগী ২৪ নং ওয়ার্ড লালাদীঘির পাড় এলাকার বাসিন্দা টিপুর ছেলে সাগর(২২), অজ্ঞাত ৩/৪ জন মিলে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে । এতে রাজুর মাথা ও হাতে গুরুত্বর আঘাত লাগায় তাতক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে ভর্তি ও দুলাল জোম্মাদ্দারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। । গুরুত্বর আহত রাজুর মাথায় ৪ টি শেলাই ও হাতে দুইটি সেলাই দেয়া হয় বলে জানান চিকিৎসকরা।
এদিকে এ ঘটনায় কোন মামলা দায়ের করলে হামলার শিকার ভুক্তভুগী রাজু ও দুল্লাল জোমাদ্দারকে খুনেরও হুমকি দেয় সন্ত্রাসীরা। বর্তমানে আহত দুলাল জোমাদ্দার,রাজু ও মেঝ ভাই সজিব সন্ত্রাসীদের কর্মকান্ডে ভীত-সন্তস্ত্র। তারা দ্রুত আসামীদের আইনের আওতায় আনার দাবী জানান।

আরও খবর

Sponsered content