দেশজুড়ে

মুলাদীতে পুর্বপরিকল্পিত ভাবে জোড় পূর্বক ঘের দখলে বাধা দেওয়া হামলা আহত-৮ ॥ অতপর থানায় মামলা

  প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ২:২৪:৪৩ প্রিন্ট সংস্করণ

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে পুর্বপরিকল্পিত ভাবে জোড় পূর্বক মাছের ঘের ও কলার বাগানে অবৈধ
ভাবে দখলে বাধা দেওয়া হামলায় আহত-৮, অতপর থানায় মামলা। আজ ৮ জুলাই বুধবার
সকাল সাড়ে ৮ টায় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামে
ফোরকান ফকিরের স্ত্রী জান্নাতুল ফেরদৌসি(৩০) এর সাথে জমি জমা নিয়ে আঃ
মালেক হাওলাদার ও শাহজাহান বেপারীর সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছিল।

তার সূত্রে ধরে পূর্ব পরিকল্পিত ভাবে জান্নাতুল ফেরদৌসির নিজেস্ব জমিতে
১০/১২ বছর যাবৎ আবাধ করা ঘেরে একই এলাকার ১। মৃত ধুল হাওলাদার এর পুত্র
আঃ মালেক হাওলাদার, ২। মৃত কদম আলী বেপারী পুত্র মোঃ শাহজাহান বেপারী সহ
২০ জন ভুমি দস্যু জোড়পূর্বক ঘেরে অনাধীকার প্রবেশ করে অবৈধ ভাবে দখল করতে
যায়। জান্নাতুল ফেরদৌসি অবৈধ দখলে বাধা দিলে আব্দুল মালেক হাওলাদার ও
শাহজাহান বেপারীর নেতৃত্রে ঘেরে থাকা পুকুরের মাছ ধরা সহ গাছ পালা কাটিয়া
ফেলে ভুমি দস্যুরা।

একপর্যায়ে বিবাদী আঃ মালক হাওলাদার ও শাহজাহান বেপারীর জান্নাতুল
ফেরদৌসিকে মাথায় আঘাত করলে জান্নাতুল ফেরদৌসির ডাক চিৎকারের হালিমা বেগম,
কুলছুম বেগম, শিল্পী বেগম, সামিয়া জাহান, মোসাঃ পারভিন বেগম সকল আসিলে
সকলকে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে ভুমি দস্যুরা।
জান্নাতুল ফেরদৌস এর ঘেরের পুকুরে থাকা প্রায় ২ লক্ষ টাকার মাছের ক্ষতি
করে, ৫০ হাজার টাকার গাছপালা ও কলা বাগান কেটে ফেলে। সংবাদ পেয়ে মুলাদী
থানা পুলিশ ঘটনাস্থানে গেলে ভুমি দস্যুরা পালিয়ে যায়।

 

পুলিশ আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসে। আহতরা মুলাদী হাসপাতালে
চিকিৎসাধীন আছে। এ বিষয়ে আহত জান্নাতুল ফেরদৌসি বাদী হয়ে মুলাদী থানায়
মামলা করেন। এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধার
কাছে জানতে চাইলে তিনি বলেন মামলা হয়েছে আসামী ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর

Sponsered content